ময়মনসিংহ জেলার অন্তর্গত হালুয়াঘাট উপজেলার ২নং জুগলী ইউনিয়ন ছাতুগাঁও গ্রামে ১৯৬৯ ইং সালে জুনিয়র বিদ্যালয় হিসাবে প্রতিষ্ঠা হয় ।
জুগলী ইউনিয়ন উচ্চ বিদ্যালয়টি মরহুম আহম্মদ আলী মন্ডল সাহেবের ১.৪৪একর জমির উপর উনার ছেলে মুক্তিযুদ্ধা ও সাবেক চেয়ারম্যান আলহাজ্ব এস এম বখতিয়ার (বাদশা ) সাহেবের উদ্যোগে বিদ্যালয়টি প্রতিষ্ঠিত হয় । তৎকালিন সময়ে বিদ্যালয়ের প্রধান শিক্ষক ছিলেন বাবু দীপক চন্দ্র ভাট । ১৯৯৩ ইং সনে বিদ্যালয়টি নিম্ন মাধ্যমিক থেকে উচ্চ বিদ্যালয়ে এম পিও ভুক্তি হয় । বিদ্যালয়ের অবকাঠামো ছিল ভাল কিন্তু শিক্ষার্থীর সংখ্যা কম ছিল । বিদ্যালয়ে এস এস সি পরীক্ষা ( বিজ্ঞান ও মানবিক শাখা) ১৯৮৮সনে চালু হয় .২০১১ সালে বাবু দীপক চন্দ্র ভাট অবসর গ্রহন করেন । অতপর মো: শামীম আহসান সাহেব ০১-১০-২০১১ ইং তারিখ প্রধান শিক্ষক হিসেবে যোগদন করেন । তিনি অত্র প্রতিষ্ঠানের যোগদান করে এলাকাবাসীর সহযোগীতায় বিদ্যালয়টি পরিপূর্ণ বিদ্যালয় হিসেবে এগিয়ে নিয়ে যাচ্ছেন ।